দুদকের কমিশনার হলেন সাবেক সচিব আছিয়া খাতুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৩, ২২:০০
অ- অ+

দুর্নীতি দমন কমিশনের নতুন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক সচিব মোছা. আছিয়া খাতুনকে। তিনি দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ৬ এর ১ ধারার বিধানমতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক সচিব মোছা: আছিয়া খাতুনকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার পদে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৩ ধারার বিধান মতে মোছা: আছিয়া খাতুন, কমিশনার- এর বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমরূপ নির্ধারণ করা হলো।

আছিয়া খাতুন সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব থাকার সময় ২০২২ সালের ৩ জানুয়ারি অবসরে যান।

দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী, কমিশন তিনজন কমিশনারের সমন্বয়ে গঠিত হয়। তাদের মধ্য থেকে একজন হন চেয়ারম্যান। কমিশনারদের মেয়াদ পাঁচ বছর। এই তিন কমিশনারের মধ্যে ড. মো. মোজাম্মেল হক খানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১ জুলাই। তার স্থালাভিষিক্ত হচ্ছেন আছিয়া খাতুন।

ঢাকাটাইমস/১৩জুন/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা