প্রধানমন্ত্রী আমাকে যেটুকু সম্মানিত করেছেন তা চাঁদপুরবাসীকে উৎসর্গ করছি: অধ্যাপক ডা. মো. কামরুল হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০২৩, ২৩:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন। তিনি বলেন, রাজনৈতিক জীবনে স্বাধীনতা চিকিৎসক পরিষদে মহাসচিব, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে যুগ্ম-মহাসচিবসহ সরকারের বিভিন্ন পদে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যে মূল্যায়ন করেছেন, এ জন্য আমি চির কৃতজ্ঞ।

গতকাল সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে ঢাকাস্থ চাঁদপুরবাসীর নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইলিশের বাড়ি চাঁদপুরে পক্ষ থেকে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, যতদিন বেঁচে আছি, ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবো। বর্তমান সরকারের নেতৃত্বে যে উন্নয়নের ধারা অব্যাহত আছে তা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহ্বান জানান তিনি।

ডা. মো. কামরুল হাসান মিলন আরও বলেন, প্রধানমন্ত্রী যে সম্মানটুকু দিয়ে আমাকে সম্মানিত করেছেন তা আমি চাঁদপুরে বসবাসরত সকলকেই উৎসর্গ করছি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল করিম মিন্টু। সঞ্চালনায় ছিলেন ডা. ইফতেখার বাপ্পি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডা. আওলাদুজ্জামান সৌরভ, ডা. রেফায়েত উল্লাহ শরিফ, অতিরিক্ত পুলিশ সুপার মুজিব আহমেদ পাটোয়ারী, সহকারী পুলিশ কমিশনার সাইফুল মল্লিক, ডা. ইাসির উদ্দিন, ডা. শরিফ বুলবুল, ডা. আসিফ ইকবাল, আশীষ কুমার দত্ত, পিআইবি জার্নালিজম অ্যালামনাই অ্যাসেসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বশিরুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনে যে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচিত হয়েছেন এর মধ্যে অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন অন্যতম।

(ঢাকাটাইমস/২০জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

পথচারীদের মাঝে তৃতীয় দিনের মতো পানি ও স্যালাইন বিতরণ জাপার

মুক্তি দেওয়া হচ্ছে হেফাজতের মামুনুল হককে, আভাস দিলেন নেতারা

গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী 

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: সালাম

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :