পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৪ কোটি ৬১ লাখ টাকার টোল আদায়

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৩, ১২:৪৩| আপডেট : ২৮ জুন ২০২৩, ১৩:৪৯
অ- অ+

পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৪ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০ টাকা৷ এটি সেতুতে এ পর্যন্ত পাওয়া সর্বোচ্চ টোল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এরমধ্যে ক্যাশ আদায় হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০শ টাকা ও ক্রেডিট (সেনা ও বিশেষ বাহিনীর টোল) ৮১ হাজার ৪০০ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানান, ঈদকে কেন্দ্র করে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ে মঙ্গলবার। এদিন সেতুর দুপ্রান্ত হয়ে পাড়ি দেয় ৪৩ হাজার ১৩৭টি যানবাহন। এরমধ্যে জাজিরা প্রান্ত হয়ে পারি দেয় ১৩ হাজার ২৪০টি যানবাহন, টোল আয় ১ কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৩শ টাকা। মাওয়া প্রান্ত হয়ে পার হয় ২৯ হাজার ৮৯৭টি যানবাহন টোলের পরিমাণ ২ কোটি ৭০ লাখ ৪শ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বুধবার পদ্মা সেতু সাইট অফিসের উপপরিচালক পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী ঢাকা টাইমসকে জানান, এটিই এ পর্যন্ত সর্বোচ্চ টোল আয়। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ টোল ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা আদায় হয়েছিলো গত বছরের ৭জুলাই। সেদিন পারি দিয়েছিলো ৩১ হাজার ৭২৩টি যানবাহন। তৃতীয় সর্বোচ্চ টোল আদায় হয় সে বছরের ২১ এপ্রিল। এদিন ৩৫ হাজার ৫২৪টি যানবাহন পারাপারে আদায় হয় ৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার টোল।

তিনি আরো জানান, এরমধ্যে পদ্মা সেতুর টোল আয়ের পরিমাণ ৮শ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত টোল আয় হয়েছে ৮শ ৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকা। মোট পাড়ি দিয়েছে ৫৭লাখ ৭১হাজার ৭৮৮টি যানবাহন।

(ঢাকাটাইমস/২৮জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে যাওয়ার সময় জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান মোর্তুজা গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা