বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০২৩, ১১:৫৪

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে একদল বখাটে যুবক। নিহতের নাম সাহাদাত হোসেন।

শুক্রবার বিকালে বোনকে নিয়ে শুভপুর ইউনিয়নে পর্যটন স্পট এককুইল্লা দিঘী নামক এলাকায় ঘুরতে গেলে ইভটিজিং করে বখাটেরা। পরে এর প্রতিবাদ করলে ভাইকে হত্যা করে বখাটে যুবকরা।

নিহত সাহাদাত ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদের পরদিন শুক্রবার বিকালে সাহাদাত হোসেন তার বোনকে নিয়ে এককুইল্লা দিঘী নামক স্থানে বেড়াতে যায়। সেখানে বখাটেরা তার বোনকে নিয়ে আজেবাজে কথা বললে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সজিবকে জানালে তিনি বাজারে গেলে মীমাংসা করে দেবেন বলে জানান।

সাহাদাত হোসেন মীমাংসার জন্য বাজারে গেলে সিএনজি থেকে নামার সঙ্গে সঙ্গে বখাটেরা তাকে ঘিরে ধরে এলোপাথাড়ি ছুরিকাঘাতে করে। এ সময় সাহাদাত মাটিতে লুটিয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয় লোকজন বখাটেদের আটক করে চেয়ারম্যান অফিসে নিয়ে তালাবন্ধ করে রাখেন।

শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মজনু বলেন, চম্পকনগর এলাকায় সাহাদাত বোনকে নিয়ে ঘুরতে গেলে স্থানীয় যুবকদের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য সজিবের কাছে বাজারে গেলে সাহাদাতকে তারা ছুরিকাঘাতে করে। তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয় লোকজন যুবকদের আটক করে আমার অফিসে তালাবন্ধ করে রাখে। পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিাতি নিয়ন্ত্রণে এনে তাদের থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: নির্বাচন বানচাল করতে বিএনপি ষড়যন্ত্রে মেতে উঠেছে: স্থানীয় সরকারমন্ত্রী

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/১জুলাই/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :