ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট, ভোগান্তিতে কর্মস্থলে ফেরা মানুষ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০২৩, ১৬:৩৭

ঈদ শেষে কর্মস্থলে ছুটছে ঘরমুখো মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত পরিবহনের চাপ বেড়েছে। এ মহাসড়কে ঢাকা ও উত্তরবঙ্গের দূরপাল্লার পরিবহন স্বাভাবিক গতিতে চলাচল করলেও কিছু কিছু পরিবহন বেপরোয়া গতিতে চলাচল করায় বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটছে। এতে যানজট ও ধীরগতি সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় প্রাইভেটকার ও শিশু খাদ্যবহনকারী লরি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা মহাসড়কের ৫-৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

এদিকে, মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় ঢাকা ও উত্তরবঙ্গমুখী পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কে চলাচল করছে। এতে আঞ্চলিক সড়কের পাথাইলকান্দি, মাটিকাটাকা, গোবিন্দাসী টি-রোড ও ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকাসহ দুপুর সাড়ে ৩টা পর্যন্ত বিভিন্ন স্থানে পরিবহনের যানজট ও ধীরগতি দেখা যায়।

সাভারগামী পোশাককর্মী জাহানারা বেগম ও রওশন খাতুন বলেন, মহাসড়কের জোকারচর এলাকায় দুর্ঘটনা ঘটেছে। সেতু পাড় হয়ে পূর্ব টোলপ্লাজার দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পর ভূঞাপুরের পথে প্রবেশ করে বাসটি। পরে ভূঞাপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে সেখানে প্রায় আধা ঘণ্টার মতো যানজটের কবলে পড়তে হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনজার্জ জাহিদ হাসান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, জোকারচর বাসস্ট্যান্ডে একটি দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে কিছু এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ লাইন হয়। পরে দুর্ঘটনা কবলিত পরিবহন দ্রুত সরানো হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

(ঢাকাটাইমস/০৪জুলাই/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিরাজগঞ্জে প্রার্থীর পক্ষে গোপন বৈঠক: ৫ প্রিজাইডিং কর্মকর্তাসহ ৬ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

সুজানগরে বিপুল টাকা ও ১০ সহযোগীসহ চেয়ারম্যান প্রার্থী শাহীন আটক

চুয়াডাঙ্গায় বজ্রসহ শিলাবৃষ্টি, শীতল বাতাসে জনমনে স্বস্তি

ফরিদপুরে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে কৃষকের মৃত্যু

পাবনায় ৩টি ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা 

নষ্ট হচ্ছে জাটকা অভিযানে জব্দ মূল্যবান জেলে নৌকা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিনের কর্মবিরতি

বরগুনায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত

এই বিভাগের সব খবর

শিরোনাম :