স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে: পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্য প্রযুক্তি সহজ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। ফলে করোনাকালীন সময়ে হাসপাতালগুলোতে টেলিমেডিসিন ব্যবস্থা চালু থাকায় রোগীরা সঠিক স্বাস্থ্য সেবা পেয়েছেন।
প্রতিমন্ত্রী শুক্রবার নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে সভাকক্ষ এবং ৩০ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে উপজেলা পরিবার পরিকল্পনা স্টোর ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারিত দ্বি-তল ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শামীম আখতার, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আল-ইমরান, জেলা আওয়ামী লীগ নেতা মাওলানা রুহুল আমিনসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
(ঢাকাটাইমস/৭জুলাই/এআর)