স্টোকসের লড়াইয়ের পর ২৩৭ রানে থামল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০২৩, ১৯:৪০

লিডস টেস্টে অস্ট্রেলিয়ার করা ২৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারল না স্বাগতিক ইংল্যান্ডও। ইংলিশ দলনেতা বেন স্টোকসের লড়াকু ফিফটির পর মাত্র ২৩৭ রানে থামল ইংল্যান্ড। ফলে ২৬ রানের লিড পেয়েছে সফররত অস্ট্রেলিয়া।

৬৮ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় দিনের খেলায় ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জো রুট ও জনি বেয়ারস্টো। ব্যক্তিগত খাতায় আজ কোনো রান যোগ করতে পারেননি রুট। ফেরেন ১৯ রানে। আর বেয়ারস্টো আউট হওয়ার পূর্বে করেন মাত্র ১২ রান।

এরপর একপ্রান্ত দলনেতা বেন স্টোকস আগলে রাখলেও অন্যপ্রান্তে দাঁড়াতে পারছিলেন না কেউই। ২১ রানে মঈন আলি, ১০ রানে ক্রিস ওকস ও ২৪ রানে মার্ক উড আউট হন। ব্রড করেন ৭ রান। এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৮০ রানে আউট হন স্টোকস। আর ৭ রানে অপরাজিত থাকেন ওলে রবিনসন।

অস্ট্রেলিয়ার পক্ষে একাই ছয়টি উইকেট নেন দলনেতা প্যাট কামিন্স। আর মিচেল স্টার্ক নেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন মিচেল মার্ম ও টড মারফি।

(ঢাকাটাইমস/০৭জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :