বিনা উইকেটে আফগানিস্তানের একশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৫:৪৭ | প্রকাশিত : ০৮ জুলাই ২০২৩, ১৫:০৮

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পেয়েছে আফগানিস্তান। বিনা উইকেটেই একশো রান পার করেছে সফরকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে আফগানদের সংগ্রহ বিনা উইকেটে ১০৭ রান।

এখন ৬৩ রানে গুরবাজ ও ২৪ রানে ইব্রাহিম ব্যাট করছেন।

সিরিজ রক্ষার ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন টাইগার দলনেতা লিটন কুমার দাস। টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে সফরকারীরা। টাইগার বোলারদের শাসন করে যাচ্ছেন দুই আফগান ওপেনার। এরমধ্যে অর্ধশতক পূর্ণ করেছেন রহমানুল্লাহ গুরবাজ।

বাংলাদেশ একাদশ:

লিটন কুমার দাস(অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ:

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদী, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ সেলিম।

(ঢাকাটাইমস/০৮জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :