প্রথম বাংলাদেশি হিসেবে আড়াইশতম ওয়ানডে খেলছেন মুশফিক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০২৩, ১৫:২৯

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জার্সিতে খেলতে নেমেছে টাইগার উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। এর মাধ্যমে এক অনন্য রেকর্ড গড়লেন তিনি। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আড়াইশতম ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মুশফিক।

২০০৬ সালে হারারেতে ক্রিকেট গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে খেলতে নামেন মুশফিকুর রহিম। আর আফগানিস্তানের বিপক্ষে খেলছেন নিজের ২৫০তম ওয়ানডে ক্রিকেট ম্যাচ।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাঠে নামার আগে ২৪৯ ওয়ানডেতে ম্যাচে মোট ৭১৮৮ রান সংগ্রহ করেন মুশফিকুর রহিম। তার গড় রান রান ৩৭ দশমিক ০৫। এই রান তুলতে মোট ৯টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যান।

মুশফিকের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন তামিম ইকবাল খান। মোট ২৪১ ওয়ানডে ম্যাচে ৮৩১৩ রান আছে তামিমের। এদিকে ২৩৫টি ওয়ানডে ম্যাচ খেলে তালিকার তৃতীয় নম্বরে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

(ঢাকাটাইমস/০৮জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :