সালথায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৩, ১১:৫৩| আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৫:০৫
অ- অ+

ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা বলে জানিয়েছেন পুলিশ।

মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।

গ্রেপ্তারকৃত হলেন- সালথা উপজেলার গহেরপুর গ্রামের ইমান মাতব্বরের ছেলে আসলাম মাতব্বর (২২) ও একই উপজেলা গট্টি ইউনিয়নের খর্দ্দলক্ষণদিয়া গ্রামের কালাম খানের ছেলে আবু তাহের খান (৩৬)।

এর আগে রবিবার রাত ১১টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কানাইড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোমবার দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। তিনি আরও বলেন, এ ব্যাপারে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের শেষে সোমবার তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা