গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৬

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৩, ১১:৫১
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মান্নান শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার সকালে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় বেশকিছু বাড়িঘরে হামলা ও ভাংচুর হয়। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দুই চাচাতো ভাই মান্নান শেখ ও হেমায়েত শেখের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিকালে খায়েরহাট ব্রিজের কাছে মান্নান গ্রুপের রঞ্জু শেখ ও হেমায়েত গ্রুপের রাসেল শেখের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে আজ সকালে দুপক্ষের লোকজন দেশীয় আস্ত্রশস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা চালায় ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন: চাঁদপুরের ছেংগারচর পৌরসভায় ভোটগ্রহণ চলছে, নারী ভোটারদের উপস্থিতি বেশি

এসময় মান্নান শেখসহ উভয় গ্রুপের ৭ জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় মান্নান শেখকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা