গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মান্নান শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার সকালে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় বেশকিছু বাড়িঘরে হামলা ও ভাংচুর হয়। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দুই চাচাতো ভাই মান্নান শেখ ও হেমায়েত শেখের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিকালে খায়েরহাট ব্রিজের কাছে মান্নান গ্রুপের রঞ্জু শেখ ও হেমায়েত গ্রুপের রাসেল শেখের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে আজ সকালে দুপক্ষের লোকজন দেশীয় আস্ত্রশস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা চালায় ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন: চাঁদপুরের ছেংগারচর পৌরসভায় ভোটগ্রহণ চলছে, নারী ভোটারদের উপস্থিতি বেশি
এসময় মান্নান শেখসহ উভয় গ্রুপের ৭ জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় মান্নান শেখকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএম)