টস জিতে ব্যাটিংয়ে টাইগ্রেসরা, ভারতের বিপক্ষে ইতিহাস গড়ার লক্ষ্য

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুলাই ২০২৩, ১০:৫২ | প্রকাশিত : ২২ জুলাই ২০২৩, ০৯:৩২

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচটিতে জয় পেলে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়বে টাইগ্রেসরা।

সিরিজের প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি দুই দলের জন্যই অলিখিত ফাইনাল।

শেষ ম্যাচে বাংলাদেশ শিবিরে এসেছে এক পরিবর্তন। মুর্শিদা খাতুনের জায়গায় একাদশে জায়গা করে নিয়েছেন সোবহানা মোস্তারি।

পরিবর্তন এসেছে ভারত শিবিরেও। প্রিয়া পুনিয়াকে বসিয়ে অভিজ্ঞ শেফালি ভার্মাকে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলাচ্ছে সফরকারীরা।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ঋতু মণি, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা হক পিংকি, সুলতানা খাতুন, রাবেয়া ও শারমিন আক্তার সুপ্তা।

ঢাকাটাইমস/২২জুলাই/ইএস

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :