ধামইরহাটে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০২৩, ১৫:৫৮

নওগাঁর ধামইরহাটে ১৯২ বোতল ফেনসিডিলসহ মো. রিদয় হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃত রিদয় হোসেন উপজেলার ধুরইল এলাকার মো. মেসবাউল সরকার খাঁনের ছেলে।

মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, মাদক কারবারি রিদয় হোসেন বাড়িতে মাদকের একটি বড় চালান এনে মজুদ করেছে। এমন তথ্য পেয়ে মঙ্গলবার ভোরে উপজেলার ধুরইল এলাকায় শয়ন কক্ষের ট্রাংকের ভেতরে তালাবদ্ধ অবস্থায় বস্তা থেকে ১৯২ বোতল ফেনসিডিলসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনসিডিল জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পরবর্তীতে নওগাঁ, বগুড়া ও ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :