আসন্ন সংসদ নির্বাচন নিয়ে মেঘনায় আ.লীগের মতবিনিময়

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১২:৫৯ | প্রকাশিত : ০২ আগস্ট ২০২৩, ১০:০১

কুমিল্লার মেঘনা উপজেলায় হোমনা-মেঘনা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় ভাওরখোলা ইউনিয়ন পরিষদ বালুর মাঠে এই মতবিনিরময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য সেলিনা ইসলাম। প্রধান বক্তা ছিলেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আ. মজিদ। বিশেষ বক্তা ছিলেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার এবং হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, কুমিল্লা (উ.) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন শিশির, মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ. ছালাম।

সভায় সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ।

বক্তারা আশা করেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনে তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে দলের মনোনয়ন দেয়া হবে।

বক্তারা প্রাধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করেন, হোমনা-মেঘনা আসন থেকে যেন একজন কর্মীবান্ধব নেতাকে দলীয় মনোনয়ন দেয়া হয়। তারা বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি এবং নৌকা প্রতীককে বিজয়ী করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিলন সরকার, যুবলীগের আহ্বায়ক আব্দুল আল বাকী শামীম, প্রমুখ।

(ঢাকাটাইমস/০২আগস্ট/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :