যৌথভাবে বিজ্ঞান প্রযুক্তি পার্ক চালু করবে ইরান-জাপান

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৩, ১৮:৩৬

বিজ্ঞান প্রযুক্তি পার্কের জন্য একটি যৌথ কেন্দ্র চালু করতে যাচ্ছে ইরান ও জাপান। তেহরান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের প্রধান এবং ইরানে জাপানের রাষ্ট্রদূত বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্রটি চালু করতে উভয় দেশের প্রস্তুতির কথা জানিয়েছেন।

তেহরানে জাপানি রাষ্ট্রদূত কাজুতোশি আইকাওয়ার সঙ্গে এক বৈঠকে তেহরান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের প্রধান আলি আসাদি একথা জানান। তিনি বলেন, আমরা তেহরান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক এবং টোকিওর একটি বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের মধ্যে সিস্টার সিটি চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী। খবর ইরনার

আইকাওয়া বলেন, তিনি ইরানি কোম্পানিগুলির প্রযুক্তিগত সাফল্য এবং উদ্ভাবনের একটি বাস্তুতন্ত্র বিকাশের জন্য তেহরান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের সহায়ক পরিকল্পনা থেকে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছেন।

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সি জ্ঞান-ভিত্তিক পণ্যের রপ্তানি বিকাশের জন্য অন্যান্য দেশে উদ্ভাবনী হাউজ প্রতিষ্ঠায় সহায়তা করে। সূত্র: তেহরান টাইমস

(ঢাকাটাইমস/০৩আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :