ফেরি থেকে নদীতে ঝাঁপ, উদ্ধারের পর জানা গেল ‘ছিনতাইকারী’

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৩, ১৫:২৮| আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৫:৪২
অ- অ+

রাজবাড়ী গোয়োলন্দে ফেরি থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন বাঁধন মোলা নামের এক যুবক। পরে এক মাছ ব্যবসায়ী তাকে উদ্ধার করেন। তবে ওই যুবক ছিনতাইকারী জানার পর তাকে পুলিশে দিয়েছেন মাছ ব্যবসায়ী চান্দু।

শনিবার উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার এ ঘটনা ঘটে। নদীতে ঝাঁপ দেওয়া বাঁধন বরগুনা তালতলির মালেক মোল্লার ছেলে।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, আমি দোকানে বসেছিলাম। হঠাৎ নদীতে এক ব্যক্তিকে ভেসে যেতে দেখি। ট্রলার নিয়ে ৫ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করি। আরেকটু হলে স্রোতে তলিয়ে যেত। কিন্তু পাড়ে আনার পর জানতে পারি ওই ব্যক্তি ছিনতাইকারী। পরে তাকে নৌ পুলিশের সোপর্দ করি।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সিরাজুল কবির জানান, দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রো রো ফেরি বরকত থেকে ৫ নম্বর ঘাট এলাকায় ওই যুবক নদীতে ঝাঁপ দেয়। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ট্রলার নিয়ে তাকে উদ্ধার করে আমাদের কাছে সোপর্দ করে। এখন ওই যুবক আমাদের হেফাজতে আছে।

(ঢাকাটাইমস/ ০৫ আগস্ট/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা