প্রেমিকাকে ডেকে রাতভর ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ২

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৩, ১১:১২| আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১২:৪৫
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা এলাকার একটি নির্জন বাড়িতে প্রেমিকাকে ডেকে নিয়ে গিয়ে রাতভর জোরপূর্বক ধর্ষণের পর জ্ঞান হারিয়ে ফেলে প্রেমিকা। সকালে জ্ঞান ফিরলে তাকে বাসায় পাঠিয়ে দেয় প্রেমিক। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে রোববার বিকালে পাঁচবিবি থানায় ধর্ষণের মামলা করেন।

সোমবার আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৫। গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁর বদলগাছি উপজেলার দুর্গাপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে হাসনাইন হোসেন তমাল (২০) এবং পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের পাঞ্চাবের ছেলে বায়জিদ হোসেন (২৩)।

র‌্যাব জানায়, গত বুধবার বিকাল চারটার দিকে তমাল ওই ছাত্রীকে দেখা করার কথা বলে হিলি থেকে পাঁচবিবি পার্কে নিয়ে আসে। দিন শেষে সন্ধ্যা ৭টার দিকে বায়জিদ ও অজ্ঞাত কয়েকজনের সহযোগিতায় তাকে পাঁচবিবি পৌর শহরের নওদাপাড়া এলাকার একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। সেখানে রাত গভীর হলে তমাল মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। সকালে জ্ঞান ফিরলে আসামিরা তাকে গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দেয়।

মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনার বিস্তারিত জানালে তার পরিবার রোববার বিকালে পাঁচবিবি থানায় একটি ধর্ষণ মামলা করেন।

(ঢাকাটাইমস/০৭ আগস্ট/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা