বরিশালে টানা বৃষ্টিতে পানিবন্দি কয়েক হাজার মানুষ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৩, ১৭:৩২
অ- অ+

উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় থাকায় বরিশালসহ দক্ষিণাঞ্চলজুড়ে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মানুষ বাইরেও বের হচ্ছে না। শ্রমজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অপরদিকে নগরীর অধিকাংশ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

তিনদিন ধরে বরিশালে অতি ভারী বৃষ্টিপাত চলছে। নদী বন্দরের জন্য ১ নম্বর ও সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। টানা চার দিন বৃষ্টি চলছে।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বশির আহাম্মেদ জানায়, দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৪৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আষাঢ় মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় শ্রাবন মাসে বৃষ্টিপাতের পরিমান বেড়েছে। এ ধরনের আবহাওয়া আগামী ৪৮ ঘণ্টা বিরাজ থাকার সম্ভাবনা রয়েছে।

বরিশালের গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চলে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা