ফরিদপুরে পেঁয়াজের বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৪:২৬ | প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৩, ১৩:৪৪

ফরিদপুরে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আড়তগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ফরিদপুর হাজী শরীয়াতুল্লাহ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আড়তে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পেঁয়াজের দামে কারসাজি করা, ক্রয়-বিক্রয় রশিদে মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে একতা বাণিজ্য ভাণ্ডার ও বিসমিল্লাহ ভাণ্ডারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :