উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: রোশন আলী মাস্টার

দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৩, ২৩:০৯
অ- অ+

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের মার্কা নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রোশন আলী মাস্টার। বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। এ দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তিনি ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্টোরেল, কর্ণফুলি টানেলসহ উন্নয়নের মহাযজ্ঞ দেখে বিশ্ববাসি আজ বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করছেন। ’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সকালে কুমিল্লার দেবীদ্বারের ভানী ও বিকালে রাজামেহার ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত পৃথক দুটি শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

রোশন আলী মাস্টার বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে পাকিস্তানিদের শোষণ ও নির্যাতন থেকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। তিনি আমাদের স্বাধীনতার মহান ঘোষক ও স্থপতি। এমন মহান নেতাকে সপরিবারে যারা হত্যা করেছে তাদের রক্ষা করার জন্য যে রাজনৈতিক দল ইনডেমনিটির জন্য আইন করেছিল তাদের বিচার বাংলার মাটিতে হতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিব কী অন্যায় করেছিলো যে তাদেরকেও বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত করে দেয়া হলো। ২১ আগস্ট বিএনপি-জামায়াত সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলার দুখী মানুষের নয়নের মনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়েছিল। সেদিন গ্রেনেডের আঘাতে ২৪ জন শাহাদাতবরণ করেছিল। এই নৃসংশতম হত্যাকাণ্ডের বিষয়ে সেদিন মানবাধিকার, সুশাসন ও গণতন্ত্র কোথায় ছিল?

তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েও বঙ্গবন্ধু আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু বাঙালি জাতির অন্তরে অন্তঃস্থলে আছে।

বিশেষ অতিথির বক্তৃতায় উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। কারো ষড়যন্ত্র ও হুমকি ধামকিতে কোনো কাজ হবে না। বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেই তারা তলে তলে প্রার্থী বাছাই করছে।

হুমায়ুন কবির বলেন, একদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে আন্দোলন, অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি - এটি তাদের দ্বিমুখী অচরণের বহিঃপ্রকাশ। তিনি বলেন বিএনপি-জামায়াতের অতীত কৃতকর্মের ফলে জনগণ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর থেকে ১৫ আগস্ট পালন করতে পারি নাই। জননেতা রোশন আলী মাস্টারের বাড়িতে হামলা করে মিলাদের তবারক পানিতে ফেলে দিলো? তাকেসহ তার নেতাকর্মীদেরকে অসংখ্য মামলার আসামী করা হলো। হত্যার উদ্দেশ্যে তার উপর বর্বরোচিত হামলা করা হলো। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। স্বয়ং আল্লাহপাক সেদিন রোশন আলী মাস্টারকে বাঁচিয়ে দিলো। তাকে কারাগারে বন্দি করে রাখা হলো। এমন জঘন্য অন্যায়-অবিচার আমাদের দল আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের সাথে এখনও করেনি।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির চেয়ারম্যান, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজ উদ্দিন দুলাল, মো. সামসুল হক, উপদেষ্টা মো. সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল, রাজামেহারের বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, ইউপি সদস্য মো. নুরুল ইসলাম, শাহজাহান সরকার, ফখরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং বঙ্গবন্ধুর দুই কন্যার দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা