রবিবার থেকে কমতে পারে যমুনার পানি

গত ২৪ ঘণ্টায় বগুড়ার যমুনা নদীর পানি আরও ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়লেও নতুন করে কোনো এলাকা নদীগর্ভে যায়নি।
আজ শুক্রবার পর্যন্ত নদীতে পানি বাড়বে। আগামীকাল থেকে পানি স্থিতিশীল অবস্থায় থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির।
পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলেন, উজানের সকল পয়েন্টে পানি কমতে শুরু করেছে। ওদিকে পানি কমলে আমাদের এদিকে আগামীকাল থেকে পানি আর বাড়বে না। তারপর থেকে আমাদের এখানেও পানি কমা শুরু করবে বলে আশা করছি।
ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ৫-৭টি গ্রাম পুরোটাই ঝুঁকিপূর্ণ। এটা আমাদের বাধের বাইরে। নদীকূলে। গতকালতো ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে। আমরা খুবই চেষ্টা করছি ওরকম ঘটনা যেন আর না ঘটে। ভাঙন অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। আগামীকালকের মধ্যে এটা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা আরো কয়েকদিন এখানে কাজ করবো।
গতকাল যেমন ১২০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হলো, এরকম আরো কোনো এলাকায় ঘটার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা ইতোমধ্যে ২০-২৫ কিলোমিটার সার্ভে করেছি। এখানে কামালপুর ইউনিয়নের ইছামারা, টিটুর মোড়, ফকিরপাড়া, খোকার মোড়, গোদাখালি মোড় মিলে ৪/৫ কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে পেয়েছি। সেখানে আমাদের কাজ চলমান আছে।
এর আগে বৃহস্পতিবার নদীতে পানিবৃদ্ধি এবং পানির প্রবল স্রোতে কামালপুর ইউনিয়নের ইছামারা, টিটুর মোড়, ফকিরপাড়া, খোকার মোড় এই চারটি এলাকার মোট ১২০০ মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ইছামারাতেই এক জায়গাতে ২০০ মিটার আরেক জায়গাতে ২০০ মিটার। এই জায়গাগুলোতেই একবারে ২০-২৫ ফিট দেবে গেছে।
(ঢাকাটাইমস/০১ আগস্ট/ইএইচ)

মন্তব্য করুন