নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৮| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৭
অ- অ+

জামালপুরের মেলান্দহ উপজেলার রৌমারি বিলে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গোসল করতে নেমে শফিকুল ইসলাম (২৩) নামের এক পর্যটক নিখোঁজ হয়। নিখোঁজের এক দিন পর শুক্রবার সকাল ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারী বিলে শফিকুল নিখোঁজ হয়। নিখোঁজ শফিকুল শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানী এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি ওই উপজেলার ডা. সেকান্দার আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল শেরপুরে শ্রীবরদী উপজেলা থেকে ৫ জন বন্ধুসহ রৌমারী বিলে ঘুরতে আসেন। বিলের রাস্তার কালভার্টের উপর পাঁচ বন্ধু মিলে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিন বন্ধু গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে কালভার্টের উপর থেকে শফিকুলসহ ৩ জন লাফ দেন। সঙ্গে সঙ্গে পানির স্রোতে বিলের মাঝে চলে যান তিনি। পরে স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করলেও শফিকুল বিলের পানিতে ডুবে যায়।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয়েছিল শফিকুল। বিলে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/০১ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা