টেকনাফে ২৮ হাজার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৭

কক্সবাজারের টেকনাফের মুন্ডার ডেইল ঘাট থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ চার পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, মো. সলিম (৪০), মো. ইয়াছিন (৩৬), হামিদ হোসেন (৪৫), আব্দুর রহমান (৩০)।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, সোমবার দিবাগত রাতে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে টেকনাফের মুন্ডার ডেইল ঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদে অভিযান চালানো হয়। পরে রাত দেড়টার দিকে মুন্ডার ডেইল ঘাটে একটি ফিশিং বোট থেকে সন্দেহজনক ৪ ব্যক্তিকে থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে তাদেরকে আটক করে।

পরে তল্লাশি চালিয়ে মো. ইয়াছিনের কাছে থাকা একটি পলিব্যাগ থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :