ডোমারে গলায় কলা আটকে শিশুর মৃত্যু

ডোমার (নীলফামারী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৬
অ- অ+

নীলফামারীর ডোমার উপজেলায় গলায় কলা আটকে তন্ময় চন্দ্র রায় নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শালমারা গ্রামের মধ্যপাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহত তন্ময় চন্দ্র রায় হরিণচড়া ইউনিয়নের শালমারা মধ্যপাড়া এলাকার অলোকান্ত রায়ের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বনমালী চন্দ্র রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালের দিকে খাবারের বায়না করলে শিশুটির মা খাবারের জন্য কয়েকটি কলা তার হাতে দেয়। বাড়ির আশেপাশে হাঁটাচলা করে কলা খেতে থাকে শিশু তন্ময়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন শিশুটি বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে। এসময় শিশুরটির মুখ কলা দিয়ে ভর্তি ছিল।

শিশুটির মায়ের চিৎকারে প্রতিবেশিরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকা টাইমস/০৭সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা