দর্শনায় ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

প্রতি বছরের ন্যায় এবারও চুয়াডাঙ্গার দর্শনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ইন্দো-বাংলা ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা প্রাঙ্গণে ফ্রি চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর।
সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ডা. কিসিঞ্জার চাকমা, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. শহিদুল ইসলাম ও দর্শনা পৌর সভার মেয়র আতিয়ার রহমান হাবু।
আগত ভারতীয় মেডিকেল বিশেষজ্ঞ টিমের সদস্যরা হলেন, ডা. সুনিল( কিডনি বিশেষজ্ঞ), আসফাক আহমেদ (হৃদরোগ বিশেষজ্ঞ), উতপল সেন (গাইনী), আত্তারি পাল( বন্ধ্যাত্ব) সোভা চক্রবর্তী (মেডিসিন বিশেষজ্ঞ) বক্তব্য শেষে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ।
(ঢাকাটাইমস/০৮ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন