হাসারাঙ্গাকে দলে ভেড়ালো রংপুর রাইডার্স

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৬

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর জন্য ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একের পর এক তারকা খেলোয়াড়দের দলে যুক্ত করে চমক দিয়েই যাচ্ছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটি এবার শ্রীলঙ্কান তারকা অলরাউন্ডার হাসারাঙ্গাকে দলে যুক্ত করার ঘোষণা দিয়েছে।

রংপুর রাইডার্সের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন হাসারাঙ্গা। দুর্দান্ত বোলিংয়ে অল্প সময়েই ক্রিকেট বিশ্বে খ্যাতি পেয়েছেন এই লঙ্কান ক্রিকেটার। শুধু বল নয় ব্যাট হাতেও বিধ্বংসী ইনিংস খেলতে পারেন তিনি। তাই আগেই দলে হাসরাঙ্গাকে সই করে নিজেদের শক্তি বাড়িয়েছে রংপুর রাইডার্স।

রংপুরের ফেসবুক পেজ থেকে দলে হাসারাঙ্গার অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করা হয়েছে। হাসারাঙ্গার নাম সরাসরি না থাকলেও তিনটি সূত্র দেওয়া হয়েছে। বলা হয়েছে, তিনি একজন লঙ্কান ক্রিকেটার, তিনি তার ওডিআই অভিষেকে হ্যাটট্রিক নিয়েছেন এবং ২০২৩ সালের লঙ্কান প্রিমিয়ার লিগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এই সব সূত্র বিশ্লেষণ করলে সহজেই বোঝা যায় এই খেলোয়াড় হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

হাসারাঙ্গা ছাড়াও পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে দলে যুক্ত করেছে রংপুর। আইকন ক্রিকেটার হিসেবে দলে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া জানা গেছে, গত মৌসুমে রংপুরে খেলা নিকোলাস পুরান আবারও দলের হয়ে খেলবেন।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :