ব্রাহ্মণবাড়িয়ায় দুই টিকেট কালোবাজারিকে সাজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৫

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে বিভিন্ন ট্রেনের ৭৪ আসনযুক্ত টিকেট পাওয়া এক টিকেট কালোবাজারিকে এক বছর ও তার সহযোগিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে রেলওয়ে স্টেশনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম শেখ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন অভিযান চালিয়ে এই করাদণ্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, সুমন মিয়া (২৩) ও সাব্বির মিয়া (২৪)।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘণের অপরাধে সুমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং একই ধারায় সাব্বিরকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর আখাউড়া রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান ভূইয়াসহ পাঁচ সদস্য ও সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম শেখ বলেন, সুমন নামে এক টিকেট কালোবাজারিকে ৭৪টি আসনের টিকেটসহ আটক করা হয়। সুমনকে এক বছর ও সাব্বিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় মুঠোফোন নাম্বার যাচাই ও জাতীয় পরিচয়পত্র ছাড়া ট্রেনের টিকেট বিক্রি না করার জন্য রেলস্টেশন মাস্টারকে পরামর্শ দেওয়া হয়।

(ঢাকাটাইমস/০৯ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :