ইঁদুর মারার বিষ খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ইঁদুর মারার বিষ খেয়ে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রবিবার বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলো- ওই গ্রামের সাহালমের ছেলে তাওহীদ (৪) ও মেয়ে সানজিদা (২)। তাওহীদ ও সানজিদা সম্পর্কে আপন দুই ভাই বোন।
ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে তারা বিষাক্ত জিনিস খেয়ে ফেলে। আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন