বগুড়ায় কলেজছাত্র হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

বগুড়ায় কলেজছাত্র আরিফুর হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেল দেয়া হয়েছে।
রবিবার বিকালে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় দেন। এ সময় মামলার দুই আসামি পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি।
দণ্ডিতরা হলেন, বগুড়া সদরের উত্তর চেলোপাড়া এলাকার শ্রী রিপন দাস, শ্রী সম্পদ চৌধুরী ও সাবগ্রাম এলাকার আব্দুল মালেক। আর পলাতক আসামি দুজন হলেন সদরের আকাশতারা এলাকার শ্রী সোনা ও মেঘাগাছা এলাকার শাহ আলম।
নিহত কলেজছাত্র আরিফুর রহমান সাবগ্রাম এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি বগুড়া কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি অটোরিকশা ভাড়া দিয়ে সংসারের ব্যয় চালাতেন আরিফুর।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি বলেন, ২০১৪ সালের ৩০ এপ্রিল সাইদুল নামের এক কিশোর একটি অটোভ্যান কেনার কথা বলে আরিফুলকে ডেকে নেয়। পরে আরিফুল ২০ হাজার টাকা এবং তার মোটরসাইকেল নিয়ে সাবগ্রাম নাটপাড়া এলাকায় যায়। আসামিরা তাকে একটি কলাবাগানে নিয়ে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে আসামিরা তার কাছে থাকা ২০ হাজার টাকা, দুইটি মোবাইল এবং মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়৷ পরে আরিফুলের মা ৬ জনের নামে বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন৷ মামলা দায়েরের পর সকল আসামিদের গ্রেপ্তার করে পুলিশ এবং হত্যার দায় স্বীকার করে রিপন এবং কিশোর সাইদুল আদালতে জবানবন্দি প্রদান করে।
এপিপি নাছিমুল করিম হলি বলেন, আদালতের দীর্ঘ শুনানিতে স্বাক্ষ্য-প্রমাণ শেষে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার পরপরই তিন আসামিকে কারাগারে নেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১১ সেপ্টেম্বর/ইএইচ)
সংবাদটি শেয়ার করুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সারাদেশ এর সর্বশেষ

নোয়াখালীর ৬টি আসনে স্বামী-স্ত্রীসহ ৫৫ জনের মনোনয়ন জমা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ও তার ছেলে

রংপুরে ৬টি আসনে ৪৯ জনের মনোনয়ন দাখিল

কুষ্টিয়ায় গাছে ঝুলছিল যুবকের মরদেহ

নওগাঁ-১: আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন খাদ্যমন্ত্রী

নড়াইল-১ ও ২ আসন: মনোনয়নপত্র জমা দিলেন ১৬ জন

নেত্রকোণায় পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন

গাজীপুর-৫: বর্তমান এমপির সাথে লড়বেন সাবেক এমপি

কুয়াকাটায় নানা অব্যবস্থাপনা, ভোগান্তিতে দর্শনার্থীরা
