বগুড়ায় ক‌লেজছাত্র হত‌্যা মামলায় ৫ জ‌নের যাবজ্জীবন

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৬
অ- অ+

বগুড়ায় কলেজছাত্র আরিফুর হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেল দেয়া হয়েছে।

রবিবার বিকালে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় দেন। এ সময় মামলার দুই আসামি পলাতক ছিলেন।

বিষয়‌টি নিশ্চিত করে‌ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি।

দণ্ডিতরা হলেন, বগুড়া সদরের উত্তর চেলোপাড়া এলাকার শ্রী রিপন দাস, শ্রী সম্পদ চৌধুরী ও সাবগ্রাম এলাকার আব্দুল মালেক। আর পলাতক আসামি দুজন হলেন সদরের আকাশতারা এলাকার শ্রী সোনা ও মেঘাগাছা এলাকার শাহ আলম।

নিহত কলেজছাত্র আরিফুর রহমান সাবগ্রাম এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি বগুড়া কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি অটোরিকশা ভাড়া দিয়ে সংসারের ব্যয় চালাতেন আরিফুর।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি ব‌লেন, ২০১৪ সালের ৩০ এপ্রিল সাইদুল নামের এক কিশোর একটি অটোভ্যান কেনার কথা বলে আরিফুলকে ডেকে নেয়। পরে আরিফুল ২০ হাজার টাকা এবং তার মোটরসাইকেল নিয়ে সাবগ্রাম নাটপাড়া এলাকায় যায়। আসামিরা তাকে একটি কলাবাগানে নিয়ে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে আসামিরা তার কাছে থাকা ২০ হাজার টাকা, দুইটি মোবাইল এবং মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়৷ পরে আরিফুলের মা ৬ জনের নামে বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন৷ মামলা দায়েরের পর সকল আসামিদের গ্রেপ্তার করে পুলিশ এবং হত্যার দায় স্বীকার করে রিপন এবং কিশোর সাইদুল আদালতে জবানবন্দি প্রদান করে।

এপিপি নাছিমুল করিম হলি বলেন, আদালতের দীর্ঘ শুনানিতে স্বাক্ষ্য-প্রমাণ শেষে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার পরপরই তিন আসামিকে কারাগারে নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১১ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
দেশের কোথাও ‘চরমোনাইকে’ মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি ওলামা দলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা