‘সাংবাদিকতার মান উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন’

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ‘এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রথম গঠন হয়েছে। সাংবাদিকতার মান উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু বলতেন, সাংবাদিকরা সবচেয়ে উঁচুস্তরের মানুষ। বঙ্গবন্ধুর দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও কর্মজীবনে সাংবাদিকরাই বেশি সহযোগিতা করেছেন। সেজন্যে সাংবাদিকদের প্রতি বঙ্গবন্ধুর ছিল প্রবল শ্রদ্ধাবোধ।’
সোমবার পাবনা সার্কিট হাউজে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপ্রতি নিজামুল হক বলেন, সাংবাদিকতা নীতিমালা তৈরি করা হচ্ছে। তাতে সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা হবে স্নাতক। যে কেউ ইচ্ছা করলেই সাংবাদিকতা পেশায় আসতে পারবে না। তবে ৫ বছরের অভিজ্ঞতার আলোকে শর্ত শিথিল করা হবে।
এর আগে রবিবার সন্ধ্যায় বিচারপ্রতি নিজামুল হক নাসিম পাবনা প্রেসক্লাব পরিদর্শন করেন এবং পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সোমবার সকাল ৯টায় পাবনা সার্কিট হাউজে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহাম্মেদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।
স্বাগত বক্তব্য দেন সিনিয়র জেলা তথ্য অফিসার সামিউল ইসলাম।
রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় সুচারু রুপে ব্যাখা- বিশ্লেষণের মাধ্যমে সেশন পরিচালনা করেন প্রেস কাউন্সিলের সেক্রেটারি, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। কর্মশালা সমাপ্তির পর প্রধান অতিথি অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।
(ঢাকা টাইমস/১১সেপ্টেম্বর/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

স্মৃতিসৌধে প্রবেশে ১২ দিনের নিষেধাজ্ঞা

কালিয়াকৈরে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দুই মামলা

বরিশাল-৪: নৌকার প্রার্থী শাম্মীর মনোনয়ন বাতিল, পঙ্কজের বৈধ

গাজীপুরের ৫টি আসনে বৈধ প্রার্থী ৪১ জন, বাতিল ৩

বগুড়ার সাতটি আসনে ২৮ জনের মনোনয়ন বাতিল

নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ জনের প্রার্থিতা বৈধ, বাতিল ২

ডা. মুরাদ হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা

নগরকান্দায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্য
