সরকারি অনুদানের ৯০ ভাগ কাজ সঠিকভাবে করা হয়েছে: এমপি টিপু

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু বলেছেন, বাবুগঞ্জ-মুলাদীতে সরকারের অনুদানের ৯০ ভাগ কাজ সঠিকভাবে করা হয়েছে। যা বাংলাদেশের আর কোনো জায়গায় হয় নাই। সরকারের এখন শেষ সময় আগামী নভেম্বর বা ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা নির্বাচন করবো লাঙল প্রতীক নিয়ে। আপনাদের একটা জানতে হবে নির্বাচন কোন দ্বিতীয় তৃতীয় স্থান নেই। এখানে একটায় সিস্টেম ফাস্ট হতে হবে।
তিনি বলেন, কোনো দলের চারজন প্রার্থী, কোনো দলের পাঁচ জন্য প্রার্থী আছে। সবার নজর একটা চেয়ারের দিকে। কিন্তু সেই চেয়ারে আমি বসে আছি। আর অন্যদলের ১০ বা ১২ জন প্রার্থী যারা থাকবে তাদের সবার রাজনীতি ভাষার আক্রমণ আমার উপরে পড়বে। আপনারা ধৈর্য ধরে তা মোকাবেলা করবেন। রাজনীতির জবাব রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে।
শুক্রবার বিকালে মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা হাইস্কুল এন্ড কলজের হলরুমে জাতীয় পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, জাতীয় পাটির নেতা কর্মীদের নামে কোন মামলা নেই। কোন কর্মীদের নামে বদনাম নেই। বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি অনেক সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন, জাতীয় পার্টি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতেও থাকবো। জাতীয় পার্টির সকল নেতাকর্মীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে পার্টির জন্য কাজ করতে হবে। আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে এই আসনে আবার ক্ষমতায় আসবো।
এরআগে মাধবপাশা হাই স্কুল এন্ড কলজের সামনে থেকে একটি বিশাল প্রচার মিছিল বের হয়ে মাধবপাশা সড়কের তিনমঠ পর্যন্ত প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে বাবুগঞ্জ উপজেলার জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং মাধবপাশা ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক মো. মকিতুর রহমান কিসলু, উপজেলার জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক বাবুল আকন প্রমুখ।
পরে উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠী বাজার জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ (বাবুগঞ্জ- মুলাদী) আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।
(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন