মিউজিক অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্য হয়ে বিপাকে জয়-রিয়াজ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৮
অ- অ+

রিয়াজ আহমেদ এবং শাহরিয়ার নাজিম জয়— এই দুজনকে সারাদেশের মানুষ অভিনেতা হিসেবেই চেনেন। তারা যে মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করেন, সে কথাও কারও অজানা নয়। সেই জয় আর রিয়াজকে সম্প্রতি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্য তালিকায় দেখে তাদের নিয়ে যেন কটাক্ষের বান ডেকেছে।

অভিনেতা এবং উপস্থাপক হয়ে জয় এবং রিয়াজ কীভাবে কোনো মিউজিক অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্য হন, সামাজিক মাধ্যমে এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সবাই। অনেকে আবার তাদের দুজনকে চরমভাবে কটাক্ষ করেছেন।

ট্রোলারদের ট্রোল করার সুযোগটা অবশ্য করে দিয়েছেন অভিনেতা কাম উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। গত সোমবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেন, যেখানে নায়ক রিয়াজ এবং চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজারকেও দেখা যায়। জয় ছবির ক্যাপশনে লেখেন, ‘মিউজিক অ্যাওয়ার্ড-এর সম্মানিত জুরি বোর্ড। এদের একজন আমিও।’

ব্যস, এই পোস্টের নিচেই হামলে পড়েন নেটগেরিকরা। জান্নাত ইসলাম উর্মি নামে একজনের মন্তব্য, ‘যারা বসাইছে তারা কম টাকায় কাকে এখানে বসানো যায় সেই চিন্তা করেই বসাইছে।’

আরিফ রাজ নামে একজনের মন্তব্য, ‘বাংলাদেশটা কোথায় যাচ্ছে বুঝলাম না। গানের প্রতিযোগিতায় বিচার করবে নাকি জয়-রিয়াজ! তাহলে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কনকচাঁপা, আসিফ আরো কত শিল্পী আছে, এরা কী করবেন? তাহলে তারা অভিনয়শিল্পী হলেই পারতেন।’

অর্থহীন টি তানজিব নামে একজন কটাক্ষ করে লিখেছেন, ‘ছোটবেলা থেকে আপনাদের গান আর মিউজিক শুনে বড় হয়েছি! আপনার পাশে থাকা মিউজিক শিল্পীর গান শুনলে মনের ভেতরে হু হু করে ডাকে। আপনাদের হাত ধরে বিশ্ব মঞ্চে বাংলাদেশের মিউজিক সুনাম অর্জন করবে। বিশ্ব বিখ্যাত শিল্পীদের পাশে আপনাদের নাম ও ছবি দেখে আমরা বাঙালিরা গর্ব করি।’

মেহেদী হাসান মুন্না নামে একজনের মন্তব্য, ‘এই জন্যই তো বাংলাদেশের গানের মান দিন দিন খারাপ হচ্ছে। কারণ ভালো গান কিংবা প্রকৃত শিল্পী পুরস্কৃত হচ্ছে না। মুখ দেখে দেখে পুরস্কার দেয়া হচ্ছে। আপনাদের মতো মানুষ যদি থাকে জুরি বোর্ডে, যারা গানের গ-ও বোঝেন না। এটা আপনাদের দোষ না, কারণ এখানেও মুখ দেখে দেখে বিচারক বানানো হয়।’

এমন শত শত নেতিবাচক কমেন্ট জমা পড়েছে শাহরিয়ার নাজিম জয়ের ওই পোস্টে। বাদ যাননি জনপ্রিয় গীতিকার কবির বকুলের স্ত্রী দিনাত আরা মুন্নিও। তিনিও জয় এবং রিয়াজ মিউজিক অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্য হওয়ায় কমেন্ট বক্সে সমালোচনা করেছেন। তার প্রশ্ন, ‘আপনারা তো গায়ক নন, তাহলে গানের বিচার কীভাবে করবেন?’

জয় অবশ্য মঙ্গলবার রাতে দেয়া অন্য একটি পোস্টে তাদের অবস্থার পরিষ্কারের চেষ্টা করেছেন। আগের পোস্টটিই শেয়ার দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘সামান্য ভুল বুঝাবুঝির অবসান হোক। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী অ্যাওয়ার্ড। এখানে নানান ক্যাটাগরিতে নমিনেশন দেওয়া হয় এবং পুরস্কার দেওয়া হয়।’

জয় জানিয়েছেন, ‘গত বছর শেখ রাসেল আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। তার আগে আমেরিকার নিউইয়র্কে এ আয়োজনটা হয়েছিল। এই আয়োজনের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। এই অ্যাওয়ার্ড-এর একটি বিভাগ হচ্ছে মিউজিক ভিডিও। সেখানে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতাদের পুরস্কার দেওয়া হয়। ৫২টি মিউজিক ভিডিও জমা পড়েছিল। সেখানে আমরা নির্মাণের উপর মার্কিং করেছি।’

অভিনেতা লিখেছেন, ‘কোনো গায়কের কণ্ঠ কিংবা গায়িকার কণ্ঠ বা সংগীতজ্ঞের সংগীতের বিচার করিনি আমরা। শুধু নির্মাণের বিচার করেছি দর্শকের প্রতিনিধি হয়ে। প্রত্যেক দর্শকই বিচারক। কোন মিউজিক ভিডিও ভালো নির্মাণ হয়েছে তা বিচার করার দায়িত্ব যারা আমাদের উপর অর্পিত করেছে তা তারা কেন করেছে তারা আমাদের চেয়ে ভালো জানেন।’

অনুভূতি জানিয়ে জয় লিখেছেন, ‘নির্মাণের বিচারের দায়িত্ব পেয়ে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। প্রত্যেক প্রাপ্তি আনন্দের। তাছাড়া আমরা সংগীতের কেউ নই বলে বিচারের ক্ষেত্রে কলিগের প্রতি প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া আমার এই পোস্টটিকে ভাইরাল করে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-এর প্রাথমিক পাবলিসিটিটা করে দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শপিং মলে ধাক্কা দিয়ে টাকা ও স্বর্ণ চুরি, নারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার
তারেক রহমানকে যুবদলের সম্মাননা
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, উত্তরবঙ্গ-ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ
ফ্রান্সের শেষ সংবাদপত্র ফেরিওয়ালা আলি আকবর পাচ্ছেন ‘অর্ডার অব মেরিট’ সম্মাননা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা