বাঁধা
জাহারা মিতু
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৫| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৯

তারপর,
বারবার,
এতোবার ফিরিয়ে দেয়ার পরও
যে নাবিক ছাড়েনি হাল!!
যে নাবিকের কন্ঠে নেই ক্লান্তি
নেই ছেড়া পোশাকে বিদ্বেষ।
একটুকু মুক্তির আশায়
যে নাবিক খুঁজেছিলো
ক্ষণিকের আশ্রয়।
তীব্র স্রোত যাকে পারেনি দমাতে,
নিঃষ্ঠুর হাওয়া যার চর্ম ভেদ করে
করতে পারেনি এতটুকু নিশ্চল।
কুর্নিশে তারে পারিনি দিতে
যা চাইবার ছিলো তার।
আমি যে অসহায়,
যেমনি অসহায় গলির সেই মধ্যবিত্তঃ-
“প্রকৃতির সব ষড়যন্ত্র পেড়িয়ে
যার মাথা উঁচু করে বাঁচবার বড় সাধ!!”

মন্তব্য করুন