ডেমরায় নতুন ওসি জহিরুল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম। আর বর্তমান ওসি মো. শফিকুর রহমানকে বদলি করে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ রদবদল করা হয়।
আদেশে বলা হয়েছে, ডিএমপির ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলামকে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হলো। একই আদেশে ডেমরা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমানকে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।
এর আগে জহিরুল ইসলাম উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন। গেল মার্চে তাকে বদলি করে ডিবি সাইবারে পদায়ন করা হয়। তার আগে তিনি রমনা থানার পরিদর্শক তদন্তের দায়িত্ব ছিলেন।
অন্য আরেক আদেশে রমনা ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহা. হোসেন জাকারিয়া মেননকে ট্রাফিক ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এসএস/কেএম)

মন্তব্য করুন