দূরদর্শী পরিকল্পনায় বদলে গেছে বরেন্দ্র অঞ্চল

সাজেদুর রহমান সাজু, নওগাঁ
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৪

ঠাঁটা বরেন্দ্র অঞ্চল নামে পরিচিত ছিলো নওগাঁর সাপাহার উপজেলা। বর্তমানে আমকে কেন্দ্র করে বাণিজ্য এবং জবই বিলকে কেন্দ্র করে পর্যটন নগরীতে রুপ নিয়েছে উপজেলাটি।

স্থানীয় পরিবেশ পরিস্থিতি উন্নয়নমুখী হওয়ায় এলাকার অবস্থান পরিবর্তনে বেগ পেতে হয়নি দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার আব্দুল্ল্যাহ আল মামুন।

সরকারের বিভিন্ন খাতে বরাদ্দ সুষম বন্টনের মাধ্যমে পরিকল্পিত উন্নয়ন সম্ভব হয়েছে বলেছেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মূলত আম এবং আম বাগানকে কেন্দ্র করে দেশব্যাপী পর্যটকদের আনাগোনায় এমন নান্দনিক কর্মকাণ্ডকে সরকারের ইতিবাচক দিক মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে পুনর্নভা নদীকে কেন্দ্র করে সাপাহার উপজেলা অবস্থিত। উপজেলাটির মোট আয়তন ২৪৪.৪৯ বর্গকিলোমিটার। যার উত্তর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। স্থানীয় সাংসদ বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের পরিকল্পনায় বদলে গেছে উপজেলাটির সার্বিক চিত্র।

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ জেলাতে অবস্থিত সাপাহার উপজেলা। এক সময় ঠাঁটা বরেন্দ্র ভূমি নামে পরিচিতি ছিলো এই অঞ্চলটির। পানির তীব্র সংকট নিরসনে সরকারের দূরদর্শী ভূমিকায় বর্তমানে এই অঞ্চলের চাষিরা হয়েছেন উৎপাদনমুখী। এই অঞ্চলের চাষিরা ধান উৎপাদন করলেও বর্তমানে আম চাষে বেশি আগ্রহী উঠেছেন তারা। যার ফলশ্রুতিতে দেশের শীর্ষ আম উৎপাদন এবং আমদানিকারক অঞ্চলে পরিণত হয়েছে। এসকল সফলতাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে লেগেছে আধুনিকায়নের ছোঁয়া।

দেশের সব থেকে বড় আম্রপালী আমের হাটের পাশে স্থাপিত হয়েছে আম চত্বর। স্থাপিত হয়েছে ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর তর্জনী আঙ্গুল ভাস্কর্য জয় বাংলা চত্বর। এছাড়া জনসাধারণের জন্য উন্মুক্ত আছে টেনিস কোর্ট এবং ওয়াকওয়ে রোড। এছাড়া পর্যটকদের মননিবেশ করতে উপজেলাটির জবই বিল এলাকায় স্থাপন করা হয়েছে নানামুখী দৃষ্টিনন্দন কারুকার্য। জবই বিলের প্রবেশমুখে বোয়াল মাছের আদলে তৈরি করা হয়েছে মাছ চত্ত্বর। যেখানে পর্যটকরা এসে ভিড় জমান ছবি তুলতে। এছাড়া দর্শনার্থীদের জন্য নির্মাণ করা হয়েছে আধুনিক বসার জায়গা। এছাড়াও সাংস্কৃতিক বিকাশে মুক্তমঞ্চ নির্মাণ অপেক্ষমান।

এদিকে এমন ব্যতিক্রমী উদ্যোগে উপজেলাটিতে বেড়েছে পর্যটকদের আনা গোনা। তারা ঘুরতে এসে এমন নান্দনিক পরিবেশ উপভোগ করে স্বছন্দ বোধ করছেন তারা।

পর্যটকরা জানিয়েছেন, অনেকের মুখে শুনে তারা এখানে এসেছেন। এসে আম বাগান, বিশাল আমের হাট, আমচত্বর, জয় বাংলা চত্বর, মাছ চত্বর সহ নানান স্থাপনায় ছবি তুলছেন। নারীদের ভ্রমনে শৃঙ্খলা পরিবেশ বিরাজ করায় স্বাছন্দে তারা বিভিন্ন স্থানে যেতে পারছেন। এছাড়া যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় পর্যটকরা বার বার এই স্থানটিকে বেচে নেন বলে জানান তারা। সাপাহার উপজেলায় আমকে কেন্দ্র করে প্রতি বছর প্রায় দুই থেকে আড়াই হাজার কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে। যা দেশের মধ্যে সব থেকে বড় আম বাজার।

এমন উন্নয়নমুখী কর্মকাণ্ডে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন।

তিনি জানান, একটি এলাকার উন্নয়ন নির্ভর করে সেই স্থানের সামাজিক এবং রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির ওপর। স্থানীয় নেতৃবৃন্দের উন্নয়নমুখী চিন্তাভাবনায় কাজগুলো দ্রুত এগিয়েছে। কাজগুলো বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নির্দেশনায় পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবে রুপ নিয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, একজন ইউএনও একটি উপজেলাতে সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন বছর দায়িত্ব পালন করে থাকেন। এই অল্প সময়ে স্থানীয় জনসাধারণকে সেবা প্রদানের পাশাপাশি এমন ব্যতিক্রম উদ্যোগগুলোকে সফলতায় রুপ দিতে সর্বোস্তরের মানুষ তাকে সহযোগিতা করেছেন। তাই উপজেলার সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নওগাঁ জেলার সাপাহার, পোরশা এবং নিয়ামতপুর এই তিন উপজেলা নিয়ে নওগাঁ-১ আসন গঠিত। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ আসনের সংসদ সদস্য।

তিনি জানান, সরকারের উন্নয়নমূলক কাজের বিভিন্ন খাতে বরাদ্দ থাকে। সেই বরাদ্দ সুষম বন্টন এবং সঠিক পরিকল্পনাকে বাস্তবরুপে বাস্তবায়নের ফলে এই অঞ্চলটি দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার ২০৪১ সালের মিশনে সাপাহার উপজেলা এক ধাপ এগিয়ে থাকবে সসময়। শুধু বাণিজিকিকরণ বা পর্যটনমুখী পরিবেশ থাকলে চলবে না এর যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণে যুগোপোযোগি ব্যবস্থা গ্রহণ করবে সরকার। সাপাহার উপজেলার আম সারা বিশ্বে নাম করেছে। শুধু আমে সীমাবদ্ধ থাকবে না সাপাহার উপজেলা। স্মার্ট বাংলাদেশ গড়তে এই অঞ্চলটি বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

(ঢাকা টাইমস/২২সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :