২৪ ঘণ্টা পরও পানি না নামায় ঢাকা দক্ষিণ সিটির চার কর্মকর্তা-কর্মচারীকে নোটিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০১
অ- অ+

রাজধানীতে বৃষ্টিপাতের ২৪ ঘণ্টা পরও জলাবদ্ধতা নিরসন করতে না পারায় দক্ষিণ সিটির ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। দায়িত্ব পালনে ব্যর্থতা ও তদারকিতে গাফিলতির দায়ে তাদের এই নোটিস দেওয়া হয়েছে বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সিটি করপোরেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃষ্টি শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেও নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জলাবদ্ধতা নিরসনে করতে না পারার ঘটনায় নিজ দায়িত্ব পালনে ব্যর্থতা ও তদারকিতে গাফিলতির দায়ে চার কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নোটিস প্রাপ্তরা হলেন- করপোরেশনের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ সোহেল।

এর আগে গত বৃহস্পতিবার একটানা প্রায় চার ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর অলি-গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে নগরবাসী। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীতে ভারী বৃষ্টি শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছিল।

টানা বৃষ্টিতে রাজধানীর গ্রিন রোড, পান্থপথ, ধানমন্ডি, শুক্রাবাদ, ইস্কাটন গার্ডেন, কাঁঠালবাগান, মিরপুর, তেজগাঁও, আজিমপুর, সুবাস্ত, রামপুরা ব্রিজ, মিরপুর,শেওড়াপাড়া, ইস্কাটন রোডসহ (হলি ফ্যামিলির সামনে) ঢাকার বিভিন্ন নিচু এলাকার রাস্তায় পানি জমেছে। এসব এলাকার রিকশা ও বিভিন্ন গাড়ির চাকা অর্ধেকের বেশি ডুবে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন ব্যবহারকারীরা।

এদিকে, বৃষ্টির কারণে সন্ধ্যার পরই রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা গেছে। বৃষ্টির কারণে বাংলাদেশ নিউজিল্যান্ড মধ্যকার প্রথম ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ওই দিন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঢাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে রাত ৯টার পর কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। শুক্রবারও ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/কেআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধ-উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
দার্শনিক শিল্পপতি সুফি মিজানুর রহমান: পুরুষোত্তম
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা