মুখ খুললেন তামিম ইকবাল, দেবেন ভিডিও বার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৪ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২১

তামিমের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক চলছেই। আগের দিন সন্ধ্যায় সব নাটকীয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে বিসিবি। তবে ১৫ সদস্যের সেই স্কোয়াডে নেই তামিম ইকবাল। তাকে ছাড়াই বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ।

টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে তামিমের এই না থাকা নিয়ে আলোচনার শেষ নেই। তামিমকে বিশ্বকাপ দলে না রাখার ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার মতে ‘ফিটনেস’ ইস্যুর কারণেই বাদ দেওয়া হয়েছে তামিমকে।

বুধবার এসব নিয়ে তামিম ইকবাল সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে দেশসেরা এই ওপেনার বলেছেন— ‘আজকে (বুধবার) বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিওবার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে।’

তামিমের বিষয়ে আলোচনায় একটি ভুল ভাঙানোর চেষ্টা করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফেসবুকে এক পোস্টে তিনি বলেছেন, তামিম নিজেই বিশ্বকাপ দলে থাকতে চাননি।

তবে তামিম কেন দলে থাকতে চাননি সেই উত্তর মাশরাফির কাছে নেই। উত্তরটি কেবল তামিমই দিতে পারবেন বলে সবশেষ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া ‘নড়াইল এক্সপ্রেস’ উল্লেখ করেছেন।

উত্তরটি জানাবেন তামিম ইকবাল। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এমআই/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :