রাজশাহীতে জেলা ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০১

রাজশাহীর বাঘায় জেলা ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ দুজন শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে বাঘা পাকুড়িয়া ঘোষপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রী মিলন মালাকার ও মো. জাহাঙ্গীর।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নির্দেশে এসআই মাহাবুব আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে জাহাঙ্গীরের বাড়ির গেটের সামনে অভিযান চালানো হয়। এসময় জাহাঙ্গীর ও শ্রী মিলন মালাকারকে ১০০ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা ভারত থেকে ফেনসিডিল পাচার করে এনে এলাকায় বিক্রি করে বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করে। এ ঘটনায় বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে জেলা ডিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।

(ঢাকা টাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :