খালেদা জিয়ার সুচিকিৎসা ও এক দফা দাবিতে আজ বিএনপির মহিলা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪
অ- অ+

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং সরকার পতনের এক দফা দাবিতে মহিলা সমাবেশ করবে বিএনপি।

আজ শুক্রবার বেলা ২টায় নয়াপল্টনে এ সমাবেশ শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। সঞ্চালনা করবেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বিএনপির সিনিয়র নেতারা এতে বক্তব্য রাখবেন।

এছাড়াও একই দাবিতে বেলা সাড়ে তিনটায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন ময়দানে গণসমাবেশ করবে ১২ দলীয় জোট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি থাকবেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। গণসমাবেশে সভাপতিত্ব করবেন ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার।

পৃথকভাবে মালিবাগ মোড়ে বিকাল ৪টায় ছাত্র-শ্রমিক পদযাত্রা করবে এনডিএম। এতে নেতৃত্ব দেবেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

পল্টন কালভার্ট রোডে বিকাল ৪টায় বিক্ষোভ সমাবেশ করবে গণঅধিকার পরিষদের একাংশ (রেজা-ফারুক)।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা