রাজশাহীতে বাবাকে হত্যার এক বছরের মাথায় স্ত্রীকে হত্যা, ফের গ্রেপ্তার সেই মুরাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৭
অ- অ+

রাজশাহীতে স্ত্রীকে হত্যার পর গা ঢাকা দেয়া স্বামী মো. মুরাদ আলী কারিগড়কে (৪০) গ্রেপ্তার করেছে পুঠিয়া থানা পুলিশ।

মুরাদ তার বাবাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। এক মাস আগে জামিনে বেরিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বলে পুলিশ জানায়।

শুক্রবার ভোরে রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যান্ড হতে মুরাদকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহী জেলার চারঘাট থানার তাতারপুর কারিগড়পাড়ার মৃত সাদেক আলী কারিগরের ছেলে।

পুলিশ জানায়, মুরাদ তার স্ত্রী শিলা বেগমের পৌতৃকসূত্রে প্রাপ্ত ১০ কাঠা জমি বিক্রি করে টাকা তার হাতে তুলে দিতে নানা ধরনের চাপ দিতে থাকে। রাজি না হলে ২৬ সেপ্টেম্বর রাতে মুরাদ আলী শিলাকে শয়নকক্ষে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে আঙ্গিনার কলঘরে লাশ ফেলে মুরাদ পালিয়ে যায়।

এ‌ ঘটনায় শিলার ভাই মো. দুলাল হোসেন বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর চারঘাট থানায় মামলা করেন।

চারঘাট থানা পুলিশ রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালালেও মুরাদ পালিয়ে যেতে সক্ষম হয়।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মুরাদ রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যাণ্ডের আশে-পাশে অবস্থান করছে। এরপর রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে পুঠিয়া থানা পুলিশ মুরাদকে গ্রেপ্তার করে।

১৫ বছর আগে শিলার সঙ্গে মুরাদের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে তাদের সংসারে অশান্তি লেগে থাকতো।

উল্লেখ্য, বাবা সাদেক আলী কারিগরকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যার মামলায় গত বছরের ১ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন মুরাদ। এক মাস আগে জামিনে বেরিয়ে এবার স্ত্রীকে হত্যার দায়ে গ্রেপ্তার হলেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/আরআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা