রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫১

খাগড়াছড়ির রামগড় ছোট খেদা এলাকা থেকে ভারতীয় মদ জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি।

শুক্রবার রাতে রামগড় ৪৩ বিজিবির আওতায় কাঁশিবাড়ী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে একটি টহল দল এসব মদ জব্দ করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছোট খেদা এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ২৪ বোতল মদ জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ৩৬ হাজার টাকা।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেয়া হবে না। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :