ক্যারিয়ারে দুইবার যেভাবে নিজের সম্ভ্রম বাঁচিয়েছেন এশা গুপ্তা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৩, ১২:১৮

সালটা ছিল ২০১২। ‘জান্নাত-২’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন এষা গুপ্তা। যেটির নায়ক ছিলেন ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমি। ছবিটি ভালো চলেনি। তবে অভিষেকের পর এষা গুপ্তা বলিউডে বেশকিছু কাজ পান।

কিন্তু এষার এই বলিউড যাত্রা মসৃণ ছিল না। ক্যারিয়ারে দুইবার সম্ভ্রম হারানোর মুখে পড়তে হয়েছে তাকে। দুইবারই তিনি নিজেকে রক্ষা করেছেন কৌশলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতাই শোনান এষা।

অভিনেত্রী বলেন, ‘একবার এক সহ-প্রযোজক আমাকে কুপ্রস্তাব দেয়। অর্ধেক কাজ হয়ে যাওয়ার পর তিনি বলেন, যদি আমি তাকে কোনো সুবিধা না দিতে পারি, তাহলে আমাকে নিয়ে ওর কী লাভ! এরপর আমি আর ওই ছবি করিনি।’

এই ঘটনার পর নাকি বহু কাজ তাকে হারাতে হয়েছে বলে দাবি করেন এষা গুপ্তা। অভিনেত্রী জানান, আরও একবার বাইরে শুটিং করতে গিয়ে তিনি সমস্যায় পড়েছিলেন।

এষা বলেন, ‘দুজন লোক ছিলেন, যারা আমাকে সমস্যায় ফেলতে চেয়েছিলেন। আমি বিপদ বুঝতে পেরে ফন্দি আঁটি। জানিয়ে দেই, আমি একা ঘুমাবো না, নারী মেকআপ আর্টিস্ট আমার সঙ্গে থাকবেন। ওনাকে আমি কাছে রেখেছিলাম।’

এভাবেই সে যাত্রায় নিজের সম্ভ্রম বাঁচিয়েছিলেন বলে জানিয়েছেন এষা গুপ্তা। নায়িকার দাবি, তিনি কোনো ফিল্মি পরিবার থেকে বা বিখ্যাত পরিবার থেকে বলিউডে আসেননি। সে কারণেই বারবার তাকে সমস্যায় পড়তে হয়েছে।

এশার কথায়, কাজ পেতেও তাকে সমস্যায় পড়তে হয়েছে। অভিনেত্রীর দাবি, তারকা সন্তানদের সাধারণত এ ধরনের সমস্যায় পড়তে হয় না। লোকজন জানেন তারকা সন্তানদের কোনো কুপ্রস্তাব দিলে বিপদে পড়তে হবে।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :