মিরাজের ফিফটিতে দেড় শ পার
বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

বৃষ্টির শঙ্কা ছিলো ম্যাচ শুরু আগে থেকেই। ৩১তম ওভারে বন্ধ হয়ে গেলো বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের খেলা।
এর আগে ২৬ ওভারে পাঁচ উইকেট হারানো বাংলাদেশ দল বিপর্যয় এড়ায় মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৩ বলে ৬০ রানে অপরাজিত তিনি। অপরপ্রান্তে তাওহিদ হৃদয় ৫ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন। খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ দলের স্কোর ৩০ ওভার শেষে ৫ উইকেটে ১৫৩ রান।
এদিন আসামের গোয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল।
কিন্তু বিশ্বকাপ শুরুর আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ ওভারে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। চার নম্বরে নেমে মেহেদি হাসান মিরাজ দলকে টেনে তোলার চেষ্টা করে যাচ্ছেন। এদিন তানজিদ হাসান তামিমই ভালো ইনিংস খেলেছেন। এছাড়া লিটন দাস, মুশফিকুর রহিম, নাজমুল হোসাইন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ ব্যর্থ হয়েছেন ভালো ইনিংস খেলতে।
খেলার দ্বিতীয় ওভারের প্রথম বলেই ওপেনার লিটন দাসকে হারায় বাংলাদেশ। টপলির বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে লিটন করেন ৫ রান। দুই ওভার পরেই সেই টপলির বলেই ক্যাচ দেন নাজমুল হোসাইন শান্ত। এরপর বেশ দেখে শুনে খেলতে থাকেন আগের ম্যাচে দুর্দান্ত খেলা উপহার দেওয়া তানজিদ হাসান তামিম। হাফসেঞ্চুরির আক্ষেপ রেখে ৪৪ বলে ৪৫ রানে উডের বলে বোল্ড হন তিনি। বাংলাদেশের দলীয় রান তখন ১৫.২ ওভারে ৭৮।
এরপর মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমও সুবিধা করতে পারেননি। দলীয় ১০৪ রান ও ব্যক্তিগত ৮ রানে ফেরেন তিনি। দলের আরেক নির্ভরযোগ্য ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদও বড় ইনিংস খেলতে পারেননি। ব্যক্তিগত ১৮ রানে আউট হন তিনি। ফলে ২৬.৩ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ১৩৮ রান। অবশ্য দলের শীর্ষ ব্যাটারদের ব্যর্থতার দিনে আলো ছড়ান মেহেদি হাসান মিরাজ।
(ঢাকাটাইমস/০২অক্টোবর/ইএস)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

টাইমস ম্যাগাজিনের বিচারে বর্ষসেরা ক্রীড়াবিদ মেসি

মেসির জন্যই পদত্যাগ করতে চান স্কালোনি!

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

বেতন বাড়িয়ে ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন বাফুফের

পিএসএলে সাড়ে ৪ কোটিতে দল পাল্টালেন নাসিম শাহ

তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

বৃষ্টিতে বিলম্বিত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

মুশফিকের বিরল আউট নিয়ে যা বললেন মেহেদী হাসান মিরাজ

মুশফিককে খোঁচা দিয়ে ‘বিশেষ ক্লাবে’ স্বাগত জানালেন মাইকেল ভন
