ঈশ্বরদীর খেলার মাঠ সংস্কার ও রক্ষার দাবিতে মানববন্ধব

পাবনার ঈশ্বরদী উপজেলার সব ধরনের খেলার মাঠ সংস্কার ও রক্ষার দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে সামাজিক ও মাদকবিরোধী সংগঠন মানাব। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে মাদককে না বলুন (মানাব) এর উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিষ্ঠানের নেতা ও খেলোয়াড়রা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন সমাবেশে মানাবের সভাপতি মাসুম পারভেজ কল্লোলের সভাপতিদ্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন, ঈশ্বরদীর ব্রাদার্স ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ রানা, সোনালি অতীত ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম মোহন, মানাবের সহ-সভাপতি সাদেকুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম পিয়াস, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা কাঁকলি, ফারজানা ফেরদৌস পুষ্প, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ও যুগ্ম সম্পাদক সেলিম সরদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ঈশ্বরদী উপজেলায় বিভিন্ন খেলার মাঠে অতীতে ছোট বড় সব বয়সী মানুষ খেলাধুলায় মগ্ন থাকতেন। এখন এসব খেলার মাঠগুলো দখল, দূষণে খেলার উপযোগী নেই। ঈশ্বরদী স্টেডিয়াম, এস এম স্কুল মাঠ, লোকো ফুটবল মাঠ, সরকারি কলেজ মাঠ, আরামবাড়িয়া আসনা ফুটবল মাঠসহ বিভিন্ন খেলার মাঠ একেবারে খেলার অনুপযোগী।
এসব খেলার মাঠগুলো সংস্কার করে খেলার উপযোগী করে তরুণ যুবসমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনা দরকার উল্লেখ করে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
পরে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন খেলার মাঠ সংস্কার করে খেলার উপযোগী করার দাবিতে ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা ও ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশের কাছে স্মারকলিপি পেশ করে তাদের দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।
এর আগে একইদিন সকাল ১০টায় খেলার মাঠ সংস্কার ও রক্ষার দাবিতে ঈশ্বরদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
(ঢাকা টাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

কুমিল্লায় বাসে আগুন

শোকজের জবাব দিয়েছি, কমিটি সন্তুষ্ট কিনা পরে জানা যাবে: ব্যারিস্টার সুমন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়কে প্রাণ গেল ভ্যানচালকের

তাড়াশে রসুন চাষে স্বপ্ন দেখছেন কৃষক

আড়াই বছর পর মুক্তি পেলেন মুফতি আমির হামজা

ধামরাইয়ে বেপরোয়া গতির সেলফি পরিবহনের চাপায় নিহত ২

নোয়াখালী হানাদার মুক্ত দিবস আজ

শেরপুর মুক্ত দিবস আজ

বিয়ের ১৯ দিন পর কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু
