কুয়াকাটায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ১৯:৪৯
অ- অ+

পটুয়াখালীর কুয়াকাটা বঙ্গোপসাগর সংলগ্ন মাছ শিকারে গিয়ে ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজের একদিন পর সজিব (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার হরা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতির ঝাউ বাগান সৈকত এলাকায় ভেসে আসে মরদেহটি।

নিহত সজিব পটুয়াখালীর ছোট বিঘাই এলাকার লিটন শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ধুলাসার এলাকার আশাখালি মোহনা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারে করে সজিব তার স্ত্রীর বড় ভাই শাহিনের সঙ্গে সমুদ্রে যান। তখন ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে গঙ্গামতি এলাকায় জোয়ারে তার মরদেহ ভেসে আসে।

কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, সোমবার নিখোঁজের পরে আমরা জেলেদের সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে মঙ্গলবার জোয়ারের তোড়ে ভেসে এলে আমরা খবর পাই।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মদ খাঁন বলেন, এ বিষয়ে মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

(ঢাকা টাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা