৪০ রানে ভাঙল ইংল্যান্ডের ওপেনিং জুটি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৩, ১৫:৪৫

সব কল্পনা-জল্পনা আর অপেক্ষার অবসার ঘটিয়ে মাঠে গড়াল আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গত আসরের ফাইনাল খেলা দুই দল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। যেখানে টস

হেরে ব্যাটিংয়ে নেমেছে ইংল্যান্ড।

দেখেশুনে খেলতে থাকা ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানলেন হেনরি নিকোলস। হেনরি নিকোলসের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন ডেভিড মালান। যার ফলে ৪০ রানে ভাঙে ইংল্যান্ডের ওপেনিং জিুটি। আউট হওয়ার আগে মালান করেছেন ২৪ বলে ১৪ রান।

এর আগে দ্বিতীয় ওভারের প্রথম বলেই এলবিডব্লিউ ফাঁদে পড়েন মালান। হেনরি নিকোলস আউটের আবেদন করলে ফিল্ড অ্যাম্পায়ার তাতে সাড়া দেননি। যার ফলে রিভিউ নেয় নিউজিল্যান্ড। কিন্তু সফল হয়নি নিউজিল্যান্ড। এ যাত্রায় বেঁচে যান মালান। কিন্তু ১৪ রানে নেই হেনরির বলেই আউট হলেন মালান।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, জেমস নিশাম, ট্রেন্ট বোল্ট

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড

ঢাকাটাইমস/০৫অক্টোবর/এনবিডব্লিউ

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :