গাইবান্ধায় লুট হওয়া অটোভ্যান উদ্ধার, গ্রেপ্তার ৪

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৩, ২১:২৯
অ- অ+

গাইবান্ধা জেলার সদর থানা পুলিশের অভিযানে লুট হওয়া একটি অটোভ্যান উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার এ অভিযানের সার্বিক তথ্য তুলে ধরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অভিযানের সার্বিক বিষয়ে তুলে ধরেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (বি-সার্কেল) আবদুল্লাহ আল মামুন, সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা প্রমুখ।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা একইসাথে পরস্পর যোগসাজসে ফকিরপাড়া মোড় থেকে অটোভ্যানটি ভাড়া করে রামচন্দ্রপুর ইউনিয়নস্থ জগতরায় গোপালপুর নিয়ে যায়। সেখানে একটি নির্জন স্থানে চালককে ধারালো চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার অটোভ্যানটি ছিনিয়ে নেয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় দস্যুতার একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

(ঢাকাটাইমস/০৭ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
যশোরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু
হাসিনামুক্ত বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রয়োজন নেই: জাগপা
যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা