ত্রিশালে তলিয়ে গেছে ৭০০ হেক্টর মৎস্য খামার, ৩০০ কোটি টাকার ক্ষতি
দুই দিনের টানা ভারী বর্ষণে মৎস্য খামারিদের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সারা দেশে মাছ চাষে বিখ্যাত ময়মনসিংহের ত্রিশালে পানিতে তলিয়ে গেছে ৭০০ হেক্টর মৎস্য খামার। এতে খামারিদের ক্ষতি হয়েছে প্রায় ৩০০ কোটি টাকারও বেশি। দোকান থেকে বাকি খাদ্য ও ব্যাংক থেকে লোন করা টাকায় অনেক মৎস্য চাষি হয়ে গেছে নিঃস্ব। তারা পড়েছে এখন বিপাকে।
অন্যদিকে উপজেলার আমন ধান পাকার সময় খুব সন্নিকটে থাকলেও ভারী বর্ষণের ফলে তলিয়ে গেছে কৃষকের হাজার হাজার হেক্টর ফসলি জমি। কৃষকের মুখে নেই কোনো হাসি। পানিতে পচে নষ্ট হয়ে যাবে তাদের ফসল। সারা বছর কী খাবেন, কী করে চলবে সংসার তা নিয়ে পড়েছেন তারা দুশ্চিন্তায়। কৃষকরা বলছেন সরকারের সহযোগিতা না পেলে তাদের পথে বসতে হবে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার কাঁঠাল, কানিহারি, ধানীখোলা, মঠবাড়ী, আমিরাবাড়ীসহ অধিকাংশ ইউনিয়নের বেশিরভাগ ফিসারি ও ফসলি জমিতে পানি থইথই করছে। কোটি কোটি মাছ ফিসারি থেকে চলে গেছে খাল, নদী ও ফসলি জমিতে।
পুরো উপজেলাই মানুষ মাছ শিকার করছে। যেদিকেই তাকানো যায় শুধু পানি আর পানি। মাস খানেক পর পাকা আমন ধান ঘরে তুলতেন কৃষকরা। সেই ফসল এখন পানির নিচে। কিছু এলাকার পানি নামতে শুরু করলেও বেশিরভাগ এলাকায় ফিসারি ও ফসল এখনো পানির নিচে। ফসল পানি নিচে থাকায় শুরু করেছে পচতে।
মৎস্য চাষিরা বলেন, সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় তাহলে আমরা আর উঠে দাঁড়াতে পারবো না। সরকারের সহযোগিতা কামনা করছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, এ উপজেলা মৎস্য চাষের জন্য বিখ্যাত। ছোট-বড় সকলেই মাছ চাষের সঙ্গে জড়িয়ে আছে। দুই দিনের ভারী বর্ষণে এ উপজেলার প্রায় ৭০০ হেক্টর ফিসারি পানির নিচে তলিয়ে আছে। এতে ক্ষতি হয়েছে প্রায় তিনশ কোটি টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুয়েল আহমেদ বলেন, দুই দিনের বৃষ্টিতে উপজেলার বেশিরভাগ অঞ্চল পানির নিচে। আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ফসলি জমিসহ ফিসারিতে অনেক ক্ষতি হয়েছে। জরুরি প্রয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কন্ট্রোল রুম চালু করা হয়েছে। উপজেলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা দ্রুতই তালিকা করে সরকারকে অবহিত করবো।
(ঢাকাটািইমস/০৮অক্টোবর/এআর)