সাংবাদিক প্রীতম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৩, ১৩:৩৮| আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৪:২১
অ- অ+

দৈনিক খোলা কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক প্রীতম সাহা সুদীপ মারা গেছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু কাজী ইহসান বিন দিদার।

দিদার জানিয়েছেন, প্রীতম দীর্ঘ ১৭ দিন মিটফোর্ড হাসপাতালের আইসিইউতে ছিলেন। খাদ্যনালির জটিল সমস্যার কারণে গত ২৪ সেপ্টেম্বর মিটফোর্ড হাসপাতালে তার অপারেশন হয়েছিল। অপারেশনের আগে হাসপাতালের সাধারণ বেডে ছিলেন। এরপর শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে যায়। পরিস্থিতি খারাপ হলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রীতমকে দ্রুত আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তরের পরামর্শ দেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রিতম রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা। হাসপাতাল থেকে তার মরদেহ পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১৯৮৮ সালের ১৫ অক্টোবর প্রীতমের জন্ম। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা, মা এবং ছোট দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা