হরিরামপুরে কৃষক লীগের কমিটি গঠন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৩, ২৩:১৩
অ- অ+

মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ কৃষক লীগের চালা ইউনিয়ন শাখা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা চালা ইউনিয়নের দিয়াবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে চালা ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল মজিদের উদ্বোধনে বাংলাদেশ কৃষক লীগ হরিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সমাপ্ত হোসেন।

মতবিনিময় সভায় হরিরামপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সুবোধ কুমার শাঁখারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব প্রভাষক বুলবুল আহমেদ, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান রুনু, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. জিল্লুর রহমান, মো. শামসুল হক, নিপেন্দ্র নিয়োগী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মিজানুর রহমান শহিদ প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে চালা ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি রজ্জব আলী দেওয়ান ও সাধারণ সম্পাদক রবিউল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, আহত ৫
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা